ভবঘুরেকথা

কানাই কার ভাবে তোর এ ভাব দেখি রে।
ব্রজের সে ভাব তো দেখি না রে।।

পরনে ছিল পীতধড়া
মাথায় ছিল মহনচুড়া
করে বাশি রে;
আজ দেখি তোমার
করোয়া কৌপীন সার
ব্রজের সে ভাব কোথা রাখলি রে।

দাসদাসী ত্যাজিয়ে কানাই
একা একাই ফিরছে রে ভাই
কাঙ্গাল বেশ ধরে;
ভিখারি হলি, কেথাঁ সার করলি
কিসের অভাব রে।।

ব্রজবাসির হয়ে নিদয়
আসিয়ে ভাই এই নদীয়ায়
কি সুখ পালি রে;
লালন বলে আর, কার বা রাজ্য কার
আমি সব দেখি আজ মিছে রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!