কাবার দিকে মুখ ফিরায়লায়।
অন্তর তোমার কোন মুখী, কও দেখি
এক জাগে থাকেনি তোমার মন পাখি।।
ধুলাবালি ধইতে কর ওজু আর গোসল
রইলো ভিতরে গরল হলাহল
আল্লাহর হুজুরিতে হাত বান্দিলে, এই বাঁধন আর ছুটে কি?
অতীত বর্তমান আর ভবিষ্যতের যত চিন্তা রয়
চিন্তা নামাজের সময় হয় উদয়
চোক্ষে যারে ভাসে, তারে সেজদা করলে উপায় কি।।
ইন্নাস সালাতাত তানহা বলছেন পাক সাঁই
আয়াত বুঝোনিরে ভাই, উপায় নাই
অশুদ্ধতায় প্রমাণ করে, দ্বিলের রইছে নাপাকি।।
আহমদ সুরতে নামাজ ফিরিস্তার খাইসলত (অভ্যাস)
দেখবে আল্লারই কুদরত, মারিফত
নামাজ মুমিনের মেহরাজ, কোনদিন গিয়াছ কি?
নিজের হিসাবে ঠিক আছি আর নামাজে গরমিল
দেখো ইনসাফের দলিল, হে কামিল
আমির উদ্দিনে একতেদা করিবার ইমাম পাব কি?