কাবা গেলা হজ্ব করিতে।
মানুষের বানাইয়া ঘর
আসল কাবার রাইখনিরে কেউ খবর।।
টাকার জোরে হাজী হইলা
হাজী টাইটেল কিনিয়া লইলা,
মনে মনে খুশি হইলা, টিকেট পাইলা বেহেস্তর
ঐ সব হাজীর হজ্ব লইয়া খোদা নহে তোয়াঙ্গর।।
খোদার কাবা আদম কলে
টিপতে জানলে সন্ধান মিলে,
বাইতনি নয়নে দেখ আজব কাণ্ড তার ভিতর
যেখানে বসিয়া মুছা জ্বালাই ছিল কুহেতর।।
আশেক নইলে সাধন হয় না
আশেক যারা তারা ফানা,
কাবা কাশি শ্রী বৃন্দাবন
ঐ মানুষের থাকার ঘর।।
গফুর বলে দিন থাকিতে
চিনিয়া সেই মুর্শিদ ধর।।