ভবঘুরেকথা
গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য নিমাই বৈষ্ণব

মূলমন্ত্র- ক্লীঁ, : – ক:, ল: ঈ:, :।
ক কারে পৃথিবীজাতা ল কারে জলম্ভবা।
ঈ কারাৎ বহ্নিরোৎপন্না নাদেৎ বায়ু প্রজায়তে।।
বিন্দুরাকাশ সম্ভুত মিতি পহ্চতক মনু:।

ক কারে পৃথিবী আর ল কারেতে জল।
ঈ কারেতে তেজনাদে বায়ু সে কেবল।।
বিন্দুতে আকাশ সহ পঞ্চগুণ হয়।
বিশেষ শুনহ আর বলি মহাশয়।।
ক কারেতে কৃষ্ণচন্দ্র ল কারে রাধিকা।
ঈ কারে হলাদিনী হয় নামেতে শ্রীরূপা।।
বিন্দুতে শ্রীবৃন্দাবন হয় পঞ্চতত্ত্ব।
অপ্রাকৃত চিন্তামণি বৃন্দাবন তত্ত্ব।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!