কারে শুধাবরে মর্মকথা কে বলবে আমায়।
পশুবধ করলে কি খোদা খুশি হয়॥
ইব্রাহিম নবীকে শুনি
আদেশ করেন আল্লাহ গনি,
প্রিয় বস্তু দাও কোরবানী
দুম্বা বলীর আদেশ কোথায়॥
মরণের আগে মরা
আপন প্রাণ কোরবানী করা,
প্রাণ অপেক্ষা সেই পেয়ারা
সে ভেদ কী বুঝায় শরায়॥
সারিয়া আপনার জান
আবেগেতে দাও বলীদান,
নবীজির হাদিস প্রমাণ
‘মুতু কাবালা আন্তা মউত’ তাই॥
কেমনে হবে কোরবানী
সে ভেদ প্রকাশ নাহি জানি,
লালন বলে কোথায় জানি
শাঁইয়ের কোরবানী এক্তেদায়॥