কি বলে মন ভবে আলী।
ভুলে তুই মায়ার ভোলে, তত্ত্ব ভুলে, কার গোহালে ধূমা দিলে।।
হলি তুই যাহার ছেলে, এক দিন না দোহাই দিলে
কি হবে শমন এলে কিছুই না ভাবিলি,
ফৌজদারী আসামীল মত, বেঁধে লয়ে যাবে দূত
কি হবে এ দেহ ধন ধূলায় দিবে কোলাকুলি।।
মুরশিদের পাট্টালয়ে, এলে কবুলতি দিয়ে
অঘোর বিভোর হয়ে সত্যতা ডুবালি, ভেঙ্গছ সরকরি তহবিল,
সাক্ষী আছে কেরামন কাতেবিন
হুজুরে হয়ে হাজির বলবে তারা স্পষ্ট বুলি।।
অনুরাগে করে হেলা, হলি বেদিকের চেলা, মলি ঠিক দুপুরবেলা
করে বদ খেয়ালী, পেয়ে মদন রসের গোলা,
ভাংলি অনুরাগের তালা, হয়ে তুই মাতোয়ারা
চিনিতে মিশালি বালি।।
মন আমার ধূপির কুণ্ড, মদনের বশীভূত, হারালি পূর্ব অর্থ
শূন্য করে ঝুলি গোসাই শ্যাম চাঁদের আখড়া,
ধর্ম লয়ে বাধায় ঝাগড়া
বাবু কয় ছেড়া নেকড়া ধুকড়া মানায়না তালি।।