ভবঘুরেকথা
বিজয় সরকার

আমি কার দোষে হইবো নিজে দুষি,
ঘুরি কায়া ত্যাজে ছায়ার পিছে
চোখে মেরে ঠুসি।।

শুনলাম না বিবেকের বাণী শুভ সুসময়
মরীচিকায় ঘুরে মরি রিপুর তাড়নায়;
এখন প্রাণ গেলো প্রবল পিপাসায়
মরুভূমে বসি।।

কতো চেতন মানুষ ডেকে গেলো ঘরের দরজায়
বন্ধ ঘরে অন্ধকারে মত্ত সাজ সজ্জায়;
আমি শুয়ে রইলাম সুখ শয্যায়
মোহনিদ্রায় পশি।।

চিরমলিন দেহ মন-প্রাণ বিষয়ে কাতর
পুণ্যের ঘরে শূন্য আমার পাপে চিত্ত ভোর;
তোমার সাধু গুরু মুছে দাও মোর
মনের মোহমসি।।

পাগল বিজয় কয়, জুড়াবো প্রাণ সৎ সহবাসে
চিত্ত কবে উঠবে জেগে নিত্যের আভাসে;
কবে উদয় হবে হৃদাকাশে
অদোষ দরসী।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!