কার ভাবে এ ভাব হারে
কার ভাবে এ ভাব হারে
জীবনও কানাই,
তোমার করে বাঁশি
মাথায় চূূড়া নাই।।
ক্ষীর সর ননী খেতে
বাঁশিটি সদায় বাজাতে,
কি অসুখ পেলি তাতে
ফকির হলি ভাই।।
আগের ও চন্দনাদি
মাখিয়ে নিরবধি,
সেই দেহ ধূলায় অদ্ভুতই
দেখতে পাই।।
বৃন্দাবন যথার্থ বন
তুই বিনে হল রে এখন,
মানুষ লীলে করবে কোনজন
লালন বলে তাই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….