কালঘুমেতে গেলোরে
তোর চিরদিন।
দিন গেলো মিছে কাজে
মন রাত্র গেলো পরাধীন।।
কি বলিয়ে ভবে এলি
সেই কর্ম কি বা করলি,
ওরে মোহমায়ায় ভুলে র’লি
গুরুকর্ম করলি না একদিন।।
গুরুবস্তু অমূল্য ধন ঘুমের
ঘোরে চিনলি না মন,
ঐ ঘুমেতে হবে মরণ
যেতে হবে শমনের অধীন।।
সিরাজ সাঁই বলেরে লালন
ক্ষীণ হলোরে সোনার তন,
আরো বাদী রিপু ছয়জন
বাধ্য করলে না কোনদিন।।