কালাচান্দ করে ব্রজলীলা সাঙ্গ শ্যামঅঙ্গী গৌরাঙ্গ
পতিত উদয় নদীয়ায়।।
সাঙ্গাপাঙ্গ গৌরা আপনে মেতে জগৎ মাতায়।।
নদীয়া নগর উদয়গিরি পূর্ণচন্দ্ৰ গৌর হেরি
কৃপা করি কলির জীবের দায়
ভক্ত ভাব অঙ্গীকারী নামামৃতে জগৎ ভাসায়।।
শ্ৰীরাধা প্রেমের সীমা জানতে কে প্রেমের মহিমা
রাই অঙ্গো শ্যামাঙ্গী মিলায়
রাধাপ্রেমে ‘পাগল গৌরা যারে তারে প্ৰেমধন বিলায়।
ভাবকান্তি বিলাসে এই তিন অভিলাষে
প্রেমরসে তরঙ্গ খেলায়
লাগল না সে প্রেমের বাতাস শ্ৰীরাধারমণের গায়।।