কালারে মুই তোরে চিনলাম না
তুই যে অনাথের বন্ধু ওর অই যত কারখানা।।
তুই কালা অনাথের বন্ধু পার কর ভবসিন্ধু
না বুঝিলাম একবিন্দু তোর যত ছলনা।।
তুই কালার করিলে ভক্তি পাপীতাপী পায় মুক্তি
তোর সনে করিলে চুক্তি শেষ কালের ভয় থাকে না।।
ভাইবে রাধারমণ বলে কোন পথে তোরে মিলে
কান্দি জনম গয়াইলে পাইনা তোর ঠিকানা।।