কালার পিরতে সই গো সকল অঙ্গ জ্বলে
শীতল হয় না জল চন্দন দিলে।
হস্তে ঝারি কাঁখে কলসী, লও গো তারা শীঘ্ৰ করি।
প্রাণবন্ধু দেখিবার ছলে, কলসী ভাসাইয়া জলে।।
প্রাণবন্ধু লও গো কুলে, প্ৰাণবন্ধুরে ছাড়মুনা প্ৰাণ গেলে।
ভাবিয়া রাধারমণ বলে, প্ৰেম করিও না সখীর সনে
পাড়ার লোকে মোরে মন্দ বলে।