কালো ভালো নই-বা কিসে
কালো ভালো নই-বা কিসে বল সবে।
বিচার করে দেখতে গেলে
কালোই ভালো বলবে শেষে।।
কৃষ্ণ ছিল গৌর বরণ
বুকে দেখ কালীর চরণ,
সোনাবরণ লক্ষী ঠাকুরিনী
বিষ্ণুর চরণ টিপতেছে।।
কালো পাঠার মাংস ভালো
দুধ ভালো গাই হলে কালো,
আবার দেখ কালো কোকিলে
মধুরতানে কৃহু-কৃহু ডাকতেছে।।
কালো চুলে শোভে নারী
সাদা হলে হয় সে বুড়ি,
লালন বলে রসের বুড়ো
দেখ সাদা চুলে কলপ ঘষে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….