কালো রূপ যে এতো ভালো সখিরে আমি আগে জানি নাই
জানলে কি কালারে ছেড়ে রে আমি বৃথা কাল কাটাই।।
তোমার সাথে মিশে শৈশবে
আমি ছিলাম সই সবে
আমি ভুলে গেছি সেই সবে
যে দিন গেছে কালা বিনা;
আমি সে দিন আর ফিরে চাহিনা
বাকি দিন তার কাছে থাকতে চাই।।
নদী যখন সাগরে মিশে
পিছন ফিরে চায় কী সে
তখন হারায় তার দিশে
অকূলে যার মিশেছে কূল;
সখি তাহার কভু থাকে না কূল
কূল দিয়ে সে অকূলে পায় ঠাঁই।।
তারার কুসুম আকাশে ঢালা
সাজানো বরণের ডালা
কোন বিরহিনী বালা
আমার দেল বাগিচার কুসুম গুলি;
সদা তার দিকে চাহে মুখ তুলি
মানসে মন মানুষে সাজাই।।
হেসে খেলে কেটেছে যে দিন
ফিরে আসবে না সে দিন
সে দিন গেছে অনেক দিন
এখন যে সময় আছে;
তাই নিয়ে যা তাহার কাছে
পাগল বিজয়ের বাসনা মাত্র তাই।।