কাল কাটালাম কালার আশে কালগুনে’
আমার কি জ্বালা হইলো রে তার
বাঁশের বাঁশির গান শুনে।।
আমি তারে জানিলাম জেনে আপন মানিলাম
আমার বলতে যা কিছু সব তার হাতে দিলাম;
তারে প্রথম যেদিন দেখেছিলাম
জীবনের এক ফাল্গুনে।।
ওযে সেবনে থাকে মনে দেখতে চায় তাকে
বের হবার ফাঁক পাই না আমি করমের পাকে;
আমায় কে যেন জড়ায়ে রাখে
সংসারের এক জাল বুনে।।
আমি জানি না আগে আমি প্রীতি সোহাগে
প্রতিবেশির প্রতিহিংসা মোর প্রতি জাগে;
তারা তাড়া করে রাগে রাগে
বাঘের মতো শালবুনে।।
কথা বলো না উঁচু মাথা রাখিয়ো নিচু
ভালো মন্দ দ্বন্দ্ব সকল ফেলে দাও পিছু;
পাগল বিজয় বলে, সকল কিছু
সহিতে হয় কালগুণে।।