ভবঘুরেকথা
মহাত্মা ফকির লালন সাঁইজি

কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে।
সে রূপ দেখলে নয়ন যায় ভুলে,
ফণি-মণি সৌদামিনী জিনি
এরূপ উজলে।।

অস্থি-চর্ম শূন্যরূপ
আছে মহারসের কূপ
বেগে ঢেউ খেলে;
ও তার এক বিন্দু অপার সিন্ধু
হয়রে এ ভূমণ্ডলে।

দেহের দল পদ্ম যার
উপাসনা নাই গো তার
কোথা কি মেলে;
তীর্থ-ব্রত যার জন্য এই দেহে তার
সব মেলে।।

রসিক যারা সচেতন
রস-রতি টেনে উজান
রূপ উদয় পেলে;
লালন গোঁড়া লেঙটি এড়া
মিছে বেড়ায় রূপ ভুলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!