কিসের তরে মান করেছে।
কমলিনী রাই তা বলব না এখন
তোমার জন্য রাত্র দিনে মন হয়েছে উচাটন।।
যখন বল আমি গো-চারণে যাই
রাধে তোমার ঐ রূপ মনে হলে বাঁশরী বাজাই,
আমার হৃদয় মাঝে উঠে জ্বলে
নিভাবে কে মনের আগুন।।
দিতে বল আর বাকি আছে কি
আমার বলতে যে ধন ছিল তোমায় দিয়াছি,
ভেবে দেখ দেখি তোমার পাকা খাতায়
দিলাম দস্তখত কি কারণ।।
একদিন বড় বিকলে পড়ে
সে দিন পড়েছিলাম চন্দ্রাবলী হাতে,
কথা কই সত্য করে, দয়াল দরবেশ চাঁদ কয় শুনরে কুদি
যুগোল পালিনে রূপ দরশন।।