ভবঘুরেকথা
কথামালা বাউল ফকির সাধু

কি অপরাধ করেছি সাঁই

কি অপরাধ করেছি সাঁই তোমার দরবারে।
হালছে বেহাল দিনের কাঙ্গাল করিলি আমারে।।

তেলো মাথায় ঢালছি তেল যথা উচিৎ ধরে
আমি অধম রইলাম পড়ে, যা কর আমারে।।

আমি যদি পাপ না করি, তুই তরাবি কারে
নিয়োগীয় বৈদ্যবড়ি খাওয়াইবি কারে।।

পাচু বলে অন্তিম কালে বাম না হয়ো মোরে
রূপচাঁদ আমার দয়ার সাগর যদি দয়া করে।।

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Abdullah Al Jamir , বুধবার ৯ মার্চ ২০২২ @ ১:৪৩ পূর্বাহ্ণ

    এই পাচু শাহ কে? অনেকেই এই গানটা পাঞ্জু শাহের ভণিতা দিয়ে গায়। রূপচাঁদ ফকিরই বা কে? দয়া করে এ ব্যাপারে লেখার চেষ্টা করবেন। জয় গুরু

    • ভবঘুরে , শনিবার ১২ মার্চ ২০২২ @ ৬:৪৫ অপরাহ্ণ

      অবশ্যই দরদী। জানবার চেষ্টায় আছি। জানতে পারলে অবশ্যই জানাবো। পাশে থাকবেন। ভালো থাকবেন। জয়গুরু।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!