কি অপরূপ দেইখে আইলাম
জলের ঘাটে গিয়া।
কালায় রঙ্গে-রঙ্গে বাজায় বাঁশি—
কদম-তলে বইয়া।।
কালা না কালিন্দ্রির জল
চলো দেখি গিয়া।।
এগো, কালায় নিল জাতি-কুল-
প্ৰাণটি না যায় রাখা।
চন্দ্রাবলী দুচ্চারণী,
জানে বড় টুনা।
এগো, টুনা করি রাইখছে আমার
বন্ধু কালিয়া-সোনা।।
ভাইবে রাধারমণ বলে–
শুনো গো সজনী :
বন্ধে শঠের মতো কয়গো কথা
জনমের লাগিয়া।