কি করিব কোথায় যাব বিরহে প্ৰাণ সহে না
আশা দিয়ে গেল শ্যাম ফিরিয়া আইল না।।
মন-প্ৰাণ সপিয়া দিলাম না রইলাম। আপনা
মনপ্ৰাণ হরিয়া নিয়া ফিরিয়া বন্ধু আইল না
প্ৰেম বাড়াইয়া কঠিন হওয়া কোন শাস্ত্ৰে দেখি না।
প্ৰেম জ্বালা বিষম জ্বালা সে জ্বালাতো সহে না।
সোনার কমল ফুটিয়া রইছে সরোবরে দেখ না
কত ভ্ৰমর মধু লুটে আমার কেবল কান্দনা।
বহুদিন উপবাসী ক্ষধানলে বাচি না
পাক করিয়া বসিয়া রইলাম কেন করা ছলনা।
ফুল বিছানা বাসি হল মশার কামড় তাড়না
দুক্ষে আমার বৃষ্টি করে কেবল তুমি শুন না।
আনন্দেরই গাছতলাতে সদায় থাকতে বাসনা
দয়াল বলিয়া নামটি শুনি দয়ার কিছু দেখি না।
ভাবিয়া রাধারমণ বলে কত করি ভাবনা
সবে দয়া পাইল তোমার আমার শুধু লাঞ্ছনা।