কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়।
ভব সাগরে ডুবে মারি আমাকে হইলে নিদয়।।
ভব সাগরে তুফান ভারি জীর্ণ তরী কিসে তরি।
মনমাঝি ডুবাইল তরী, হাইল রেখা গউর, দয়াময়।।
নাম ধরিয়াছ পতিত পাবন, দীন দয়াময় অধমতারণ।
কাঙ্গালকে লয়ে শ্ৰীচরণ, দূর করা মনের ভয়।।
রাধারমণে বলে, দিন গেল মন অবহেলে।
প্ৰভু রঘুনাথের চরণ তলে ডুবলে না মন দুরাশয়।।