(রাগিণী বাগেশ্রী-তাল আড়াঠেকা)
কি করি বিপাকে পড়ি, হলেম এবার দু’মনা
দুই দিক রাখা দায় হল মোর, কঠোর লাঞ্ছনা।।
শুনিয়ে কালের ভেরী, কম্পিত দিবা সর্ব্বরী,
মনে করি চরণ ধরি, আর কিছুই চাহিব না।।
কিন্তু হায় অপূর্ণ কাম, লভিতেনা দেয় আরাম,
টানাটানি অবিরাম, ছাড়িয়ে সেত ছাড়ে না।।
দু’মনে অধীর মনে, পাইব তোমায় কেমনে,
প্রতিকার কর এক্ষণে, ঘুচাইয়ে যন্ত্রণা।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত