কি করি ভেবে মরি মনমাঝি ঠাহর দেখিনে।
ব্রহ্মা আদি খাচ্ছে খাবি
ঐ ভবপার যাই কেমনে।।
মাড়ুয়াবাদীর এমনি ধারা
মাঝদরিয়ায় ডুবিয়ে ভারা,
দেশে যায় পরিয়ে ধড়া
ঐ দশা মোর ভাব না জেনে।।
শক্তিপদে ভক্তিহারা
কপট ভাবের ভাবুক তারা,
মন আমার তেমনি ধারা
ফাঁকে ফেরে রাত্রদিনে।।
মাকাল ফলটি রাঙ্গাচোঙ্গা
তাই দেখে মন হলি ঘোঙ্গা,
লালন কয় তালুয়া ডোঙ্গা
কোন ঘড়ি ডোবায় তুফানে।।