কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে।।
চিত্রপটে রহিল আখি মারি মন দুঃখে।।
রূপ দেখে হইল যন্ত্রণা
আগে জানলে এমন পট দেখন্তেম না, কর গো মন্ত্রণা।।
সে বিনে আর প্রাণ বাঁচে না জাইগে রইল বুকেতে।।
দেখেছি অবধি হিনে মনপ্ৰাণ সহিতে টানে কি যাদু জানে
অগো আমায় নিয়ে যাও বলে নাম ধরিয়ে ডাকে।।
শ্ৰী রাধারমণের দুঃখ কহিতে বিন্দরে বক্ষ এ বড় কৌতুকে
কাজ কি কুলে শ্যামকে পাইলে মন্দ বলৌক গো লোকে।