কি ঘটন ঘটালি মন আমার।
সে যে আপনার আপনি হয় বেড়ার।।
মায়ার ঠুসি চক্ষে দিয়া ঘুরাইতেছে অন্ধ হইয়া।
বিষম ফেরের ঘোরে, লাগিয়াছে চমৎকার।।
পাপ-ধর্ম সকল তুমি, জড়া-জড়ি তুমি আমি।
মিছে আমি সকল তুমি, কে হলো তার গোনাহগার।।
স্বর্গে তুমি, মর্ত্যে তুমি, জলে স্থলে শূণ্যে তুমি-
জীবনের জীবন তুমি, নিজে তুমি নৈরাকার।।
আপনি মাতা আপনি পিতা, তোমার নাম হৃদয় গাঁথা-
তুমি হে জীবন-যৌবন, তুমি অন্ধকার।।
ফকির চাঁদ ইহার বলে, ‘এসেছিলে জোয়ার জলে,
ভাটাতে মিলন হবে, যেতে হবে পুনর্বার।’