(রাগিণী কানেড়া-তাল ধামাল)
কি ছার মিছার অহঙ্কার।
স্বভাবে মিশেছে ভাব, কিছুতে না যায় বিকাল।।
বাৎসল্য প্রেমে ভুলায়ে, আমিত্ব দিছে ধরায়ে,
ধরেছে আমায় জড়ায়ে, ছুটিতে না চায় আঁধার।।
আমিত্ব আরোপ করি, তুমি জীব দেহধারী,
তুমি কর্ত্তা কর্ম্মচারী আমি চিরদিন তোমার।।
আমাতে তোমাতে খেলা, রহস্যময় এই লীলা,
বুঝিতে ভোলা বিভোলা, শ্মশান করেছে সার।।
অবান্তর নানাভাবে, ভুলায়ে রাখে স্বভাবে,
অভ্যাস না যায় অভাবে, মনোমোহন কি করে আর।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত