(তাল-রাণেটী)
কি ধনে তুষিব গুরু দিবানিশি ভাবি হৃদয়;
আমি তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায়।
আমার বলতে নাইক হেন ধন (হারে) কি ধনে তুষিব গুরু তোমার ঐ চরণ।
তুমি আমার সর্ব্বস্ব ধন, জীবন যৌবন দিলাম তোমায়।।
এদেহের মালিক তুমি হও, দিতে যে ধন বাকী থাকে সে ধন তুমি লও।।
তোমার শীতল প্রেম সাগরে ডুবাও এই বাসনা করি সদায়।।
এ ব্রক্ষ্মান্ডে আছে যত ধন, সকল ধনের কর্ত্তা তুমি ব্রক্ষ্ম-সনাতন;
তুমি বায়ু রূপে জীবের জীবন, রক্ষাকর দীন দয়াময়।।
অনন্ত মহিমা তোমার, জীবে কি বুঝিতে পারে শিবের বুঝা ভার।
তুমি কখন সাকার হও নিরাকার, আবক্ষ ব্রক্ষ্ম জ্যোতির্ম্ময়।।