(তাল – ঝাপ)
কি ধনে পূজিব গুরু আমার সে ধন নাই রে।
তিনি হবে যে ধনেতে খুশি, সে ধন আমার নাই রে।।
১। গুরু দিল গোল আনা, করলেম না ঐ উপাসনা।
আমার গুরু রতি ঠিক হলনা, জনম বৃথায় গেল রে।।
২। গুরু আমার বলতে আছে যে ধন,
দিতে পারলেম না গুরু ধন।
আমায় শিকায়ে লও সে ভাব রতন,
পাই শ্রীচরণ কেমন করে।।
৩। বলে বোকা দীনবন্ধু, হরি গোসাইর দয়াবিন্দু।
আমি পেলেম না তার একবিন্দু কি উপায় মোর হবে রে।।
………………………….
রাগিনী – ভজনা