ভবঘুরেকথা

কি বলমু কলিয়া রূপের কথা, গো সজনী,
কি বলামু কালিয়া রূপের কথা
আমি এথা মারি লাজে, কি যন্ত্রণা পথের মাঝে–
ও আমি জানি না-সে পন্থে চিকনকলা।
সব না সখীর সঙ্গে যমুনাতে গেলাম রঙ্গ
ও আমার ভাসিয়া তনু হইল উলের সুতা।
গো সজনী, কি বলমু কালিয়া রূপের কথা।
ভাইবে রাধারমণ বলে, ভাবিয়ো না রাই নিরানন্দে
ও আমার সব দুখ হৃদয়েতে গাঁথা
গো সজনী কি বলামু কলিয়া রূপের কথা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!