কি বলিস গো তোরা আজ আমারে
কি বলিস গো তোরা আজ আমারে।
চাঁদ গোরাংগ ভুজংগ.ফণী
দংশিল যার হ্রদয় মাঝারে।।
গোর রূপের কালে যারে দংশায়
সে বিষ কি ওঝাতে পায়,
বিষ ক্ষনেক নাই,ক্ষনেক পাওয়া যায়
ধনন্তরী ওঝা যায়রে ফিরে।।
ভুলবো না ভুলবোনা বলি
কটাক্ষেতে অমনি ভুলি,
গ্যান পবন বায় সকলি
ব্রন্মমন্ত্রে ঝাড়িলে না সারে।।
যদি মিলে রসিক সুজন
রসিক জনার জুরায় জীবন,
বিনয় করে বলে লালন
অরসিকের কথায় দুঃখ ধরে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….