কি ভাবলাম আর কি হলো মন ভোলা রে
দুনিয়া দিন কয়েকের খেলা
এতো লেনা দেনা বেচা কেনা গো
দেখতে দেখতে ভাঙ্গলো চাঁদের মেলা।।
শৈশব হতে ভাবলাম এতো দিন
জীবন আমার বাড়তেছে দিন দিন
দিন গেলে মোর কমে যায় এক দিন;
ক্রমে ফুরায় এলো গনাদিন গো
দিনের দিনে অস্তাচলে বেলা।।
দিশেহারা পথ ভোলা পথিক
কোথা যাবো জানা নেই সঠিক
এ জ্বালা যে মরণের অধিক;
আমার জীবনে দিয়ে শতধিক গো
অট্টহাসে কাল সাগরের বেলা।।
দৃষ্টিহারা সাগরের তীরে
অন্দকারে ওই আসিলো ঘিরে
হারপথ ওই আসিলো ঘিরে
হারপথ পাবো কি ফিরে;
আমার সাথের সাথি কেউ নাহি গো
রয়েছি দাঁড়ায়ে একেলা।।
চতুর্দিকে বিষম বিপাক
চলিবার পথ খুঁজে পাই নাকো
কেউ যদি মোর বান্ধব থাকো;
আমার প্রাণের এই প্রার্থনা রাখো গো
ডেকে লহো জীবনের শেষ বেলা।।
পাগল বিজয়ের শেলের নিবেদন
জীবনে মোর নাই কোন সাধন
মরমে মোর রইলো এই বেদন;
এবার সাধু গুরুর অভয় চরণ গো
পরিণামে পরপারের ভেলা।।