(তাল – একতাল)
কি মধুর নাম আনলেন হরি, জীবের ভাগ্যক্রমে;
নামে জগৎ মাতিল, বাকী নাহি রল, মধুর হরিনামে।।
এ যে অনর্পিত নাম, হরি গুণধাম, অর্পিলেন ধরাধামে;
করতে পাষন্ড দলন, যশোমন্ত নন্দন, মজাল রাধা প্রেমে।।
পিয়ে হরিনাম সুধা, গেল ভব ক্ষুধা, পাষন্ড হৃদয় রমে;
আহা না কর বিরাম, শুধু হরিনাম লওরে দমে দমে।।
নাম ব্রহ্মার বাঞ্চিত, তুলনা রহিত, অবর্ণিত বেদাগমে,,
এবার নামের কল্লোলে, প্রেমের হিল্লোলে, ঢেউ উঠেছে ব্যোমে।
নামে প্রেম সুধা ক্ষরে, জপরে অধরে, জারিবে লোমে লোমে;
এ নাম অতি সুমধুর, মধুর মধুর, আপার মহিমে।।
এ যে দয়াল অবতার, হরিচাঁদ আমার প্রেম বিলায় অধেম;
মূঢ় অশ্বিনী যে কয়, দেখা দাও আমায়, রাইকে লয়ে বামে।।