(তাল-গড়খেমটা)
আমায় কি সপ্ন দেখালে, গুরু স্বপ্ন দেখালে।
আমার সর্ব্বস্ব ধন,করে হরণ, আজ আমার দেউলা নাম লেখায়ে দিলে।।
আমার দেহ জমি, রাজ্য ভূমি, বাকীর দায় নিলাম করিলে,
আমার বাস্তু বাড়ী, নিলে কাড়ি, আজ আমায় চিন্তা কান্থা গলায় দিলে।।
আমার সাধন ভজন, ভ্রাতা দুজন রাজ্য হতে তাড়িয়ে দিলে,
আমার পুণ্য অর্থ, ছিল যত, আজ হতে খাস বাজারে লুঠাইলে।।
আমার সুখ সুন্দরী, বিলাস নারী, ছিলাম যাহার মায়ায় ভুলে,
আমার দুঃখের ভরা, দেখে তারা, সেও আমাকে গেল ফেলে।।
আমার শুচি মাতা, আচার পিতা, চিরকাল যার ছিলাম কোলে,
আমার দশা দেখে, মনের দুঃখে, তারা আমায় ফেল্ল ঠেলে।।
বলে গোঁসাই মহানন্দ, অশ্বিনী তুই অবোধ ছেলে,
যারে মাতা ছাড়ে, পিতা ছাড়ে, অন্তিমে হরিচাঁদ তারে করে কোলে।।