কি হেরিলাম রূপলাবণ্য শ্যামরূপ মনোহরা।
চাইলে নয়ন ফিরে না। শ্যামের বাকী নয়ন তারা।।
ব্ৰজপুরে রসের মানুষ দেখছো নি গো তোরা
শ্যামের কটিতে ঘুঙুর চরণে নুপুর শিরে শোভে মোহনচূড়া।
হাটিতে যাইতে খসিয়া পড়ে সুধামৃত ধারা
সেই সুধা পান করে ব্রজের ভাগ্যবতী যারা।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী তোরা
আমি যার লাগি উদাসী হইলাম সে কোন দিল না ধরা।