আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া
ও তারে দেখিনাগো প্ৰাণে মারি হইলাম কলঙ্কিনী
হইলাম জীবনের লাগিয়া।
সুরধনীর তীরে গৌর এলো নাচিয়া নাচিয়া
এল মুখে হরি হরি হরি বলে নাচে দুবাহু তুলিয়া
ও আমার গৌর বিনোদিয়া।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আমার সোনার অঙ্গের সাধন জীবন
নিল কোন কুলে হরিয়া
ও কুল মজাইবার লাগিয়া।