কী এক অচিন পাখি পুষলাম খাঁচায়,
হলো না জনমভরে তাঁর পরিচয়।।
আঁখির কোণে পাখির বাসা দেখতে নারে কী তামাশা,
আমার এ আঁন্ধেলা দশা কে আর ঘুচায়।।
পাখি রাম রহিম বুলি বলে ধরে সে অনন্ত লীলে,
বলো তাঁরে কে চিনিলে বলো গো নিশ্চয়।।
যারে সাথে সাথে লয়ে ফিরি তারে বা কই চিনিতে পারি,
লালন কয় অধর ধরি কী রূপধ্বজায়।।