কী ছার রাজত্ব করি
কী ছার রাজত্ব করি ।
গোপাল হেন পুত্র আমার
অক্রুর এসে করলো চুরি।।
মিছে রাজা নামটি আছে
লক্ষ্মী সে তো গা তুলেছে,
যে হতে গোপাল গিয়েছে
সেই হতে অন্ধকার পুরী।।
শোকানলে চিত্ত মাঝার
কার বা বাড়ি কার বা ঘর,
একা পুত্র গোপাল
আমার করে গেলো শূন্যাকারি।।
নন্দ যশোদার ছিলো
অক্রুর মুণি বিষম কালো,
প্রাপ্ত কৃষ্ণ হরে নিলো,
লালন কয় এ দুঃখ ভারি।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….