ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

কুদরতে এলাহি খোদা
ধরবি কিসে বোরাক ছারা
হইলে সৎ মমিন পাবি
একদিন ঐ বোরাক সামনে খাড়া।।

যে বোরাকে মাত্র একদিন
চড়েছে রাসুল আলামীন
ঐ বোরাকে নেয় প্রতিদিন
ওলি আল্লা সাধু যারা
হইলে সৎ মমিন পাবি
একদিন ঐ বোরাক সামনে খাড়া।।

যারে দেখলে হয় আনন্দ
দূর হয়ে যায় নিরানন্দ
ঘরের নব দ্বার করিয়া বন্ধ
নিজে দেখে নিজের চেহারা
হইলে সৎ মমিন পাবি
একদিন ঐ বোরাক সামনে খাড়া।।

পঞ্চ পেয়ালায় পঞ্চ পানি
মন তুমি তার ভাব যান নি
মাতাল রাজ্জাকে কয় সাদা পানি
খেয়েছিল রাসুলুল্লাহ
হইলে সৎ মমিন পাবি
একদিন ঐ বোরাক সামনে খাড়া।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!