কুলের বউ ছিলাম বাড়ি
হলাম ন্যাড়ি ন্যাড়ার সাথে,
কুলের আচার কুলের বিচার
আর কি ভুলি ঐ ভোলাতে।।
ভবের ন্যাড়ি ভবের ন্যাড়া
কুল নাশালাম জগত জোড়া,
করণ তাঁর উল্টো দাঁড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে।।
হয়েছি ন্যাড়ার ন্যাড়ি
পরণে পরেছি ডুরি,
দিব না আঁচির কড়ি
বেড়াবো চৈতন্য পথে।।
আসতে ন্যাড়া যেতে ন্যাড়া
দুদিন কেবল মোড়া জোড়া,
লালন কয় আগাগোড়া
জেনে মাথা হয় মুড়াতে।।