কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা
ময়ূর বেশেতে সাজইন রাধিকা।।
চুয়াচন্দন ফুলের মালা, সখিগণে লইয়া আইলা
কৃষ্ণ রাধার গলে দিলা বাসর হইলা উজলা।।
কৃষ্ণ দিলা রাধার গলে, রাধায় দিলা কৃষ্ণের গলে
অদল ও বদল করি আনন্দে করইন খেলা।।
চুয়াচন্দন ছিটাইলা, সুগন্ধেতে মোহিত উজালা
আনন্দে সখিগণ নাচে দেখিয়া প্রেমের খেলা।।
কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা, নাচে গায়ে খেলে তারা
কুলমানের ভয় রাখে না ললিতা আর বিশখা।।
পাগল আরকুম কইন পুরুষ নারী, হস্তে হস্তে ধরাধরি
বৃন্দাবনে আজ এশকের ঝড়ির খেলিতেছে প্রেমের পাশা।।