স্বকাম থাকতে কৃষ্ণ কর্ম কখন হবে না।
নিষ্কাম গোবিন্দ ভজন কাম দেহেতে হবে না।।
কৃষ্ণের মাথায় বাড়ি দিয়ে, ষাট বললে কি দু:খ সারে গো,
গাছের মূল কাটিয়ে আগায় জল দিয়ে গো,
গাছ কভু আর বাঁচে না।।
মৃত শৌচ অঙ্গে থাকলে, ইস্ট পূজা নাহি লবে গো,
মিষ্ট ফল উদ্দিষ্ট হলে, কৃষ্ণ সেবায় লাগে না।।
ঘরে ভাল না বাসিয়ে, বাইরের যত্ন কোথা মিলে গো,
প্রাণ দিয়ে গোবিন্দ ভজন গো, গৌপী বৈ কেউ জানে না।।
দীন অধর ভাবছে মনে, আমি পাব কোন সাধনে গো,
দেহ আত্ম সমর্পণ না হলে গো, কোটি জন্মে মিলবে না।।