কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
কোন দেশেতে যাই।।
কৃষ্ণ প্রেমে উন্মদিনী নগরে বেড়াই
শ্যাম প্রেমেতে কাঙালিনী রাই।।
ছিল আশা দিল দাগা আর প্ৰেমে কাজ নাই
বিচিত্র পালঙ্ক পাতি শইয়া নিদ্রা যাই।।
শইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই গো
ভাইবে রাধা রমণ বলে শুন গো ধনী রাই–
পাইলে শ্যামকে ধরব গলে ছাড়া ছাড়ি নাই।