ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

মাতালের বাঁশি বাজে-রে
কৃষ্ণ চূঁড়ার ডালে
মন মজাইয়া কই লুকালি
শ্যাম গোপালে।।

কালো শশী ভালবাসি
যাই যমুনার জলে
বন্ধুর কোলে কোল মিশাইতাম
গাল মিশাইতাম গালে
বন্ধুর বাঁশি বাজে-রে
কৃষ্ণ চূড়ার ডালে
মন মজাইয়া কই লুকালি
শ্যাম গোপালে।।

হাসি হাসি বাজায় বাঁশি
পর দেশী রাখালে
গোপনে গুপিনী কত
নাচে বাঁশির তালে
বন্ধুর বাঁশি বাজে-রে
কৃষ্ণ চূঁড়ার ডালে
মন মজাইয়া কই লুকালি
শ্যাম গোপালে।।

মরা গাঙ্গে জোয়ার আসে
ঐ বাঁশি শুনিলে
নণী মাখন খাইতো কত
চইড়া উচা ডালে
বন্ধুর বাঁশি বাজে-রে
কৃষ্ণ চূঁড়ার ডালে
মন মজাইয়া কই লুকালি
শ্যাম গোপালে।।

যতন করে জোড়া বেণী
বানতাম চুলে চুলে
বন্ধু আমার খাইতো মধু
নাইচা নাইচা ফুলে
বন্ধুর বাঁশি বাজে-রে
কৃষ্ণ চূঁড়ার ডালে
মন মজাইয়া কই লুকালি
শ্যাম গোপালে।।

কথা যদি না কও বন্ধু
আমারে দেখিলে
বুক ভাসাইয়া কানবি একদিন
মাতাল রাজ্জাকে মরিলে
বন্ধুর বাঁশি বাজে-রে
কৃষ্ণ চূঁড়ার ডালে
মন মজাইয়া কই লুকালি
শ্যাম গোপালে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!