তোরাই আমার করলি মানা
কৃষ্ণ পানে চেওনা,
মান যে জিনিস কারে বলে
আগেতো আমি জানতেম না।।
তোদের কথা আমি শুনে
হারা হলাম কৃষ্ণধনে,
বল সখি এ জীবনে
ধৈর্য ধরতে পারি না।।
কৃষ্ণধন যদি চলে গেলে
মান করে আর লাভ কি হলো,
বল সখি উপায় বল
প্রাণের আশা মিটল না।।
প্রাণের আশা যদি মিটাও
কৃষ্ণধনকে এনে দেখাও,
অমূল্যের বাসনা পুরাও
হরি বিনে গতি হবে না।।