কৃষ্ণ প্রেমের প্রেমিক যে-জন নয়নে যায় চিনারে
তার চোখের জলে কথা বলে নীরব বেচা-কেনা রে।।
নয়ন তাহার রূপের ঘরে
মন থাকে স্বরূপ নগরে;
বাহিরে বাহিরে ঘোরে উদাস আনমনা রে
তার জীবন তরী বাধা আছে প্রেম যমুনার কিনারে।।
মূরতি তার প্রিয়দর্শন
অধরে অমিয়বর্ষণ;
অন্তরে করে আকর্ষণ নিরন্তর সব জনা রে
ভবে সব যেন তার আপনার জন চিনা কি অচিনা রে।।
সে যদি থাকে একেলা
মনের সাথে করে খেলা;
নিজের মাঝে কাজের বেলা সদাই তার সাধনা রে
সে যে এক সুরে গান গেয়ে চলে বাজায় মনবীণা রে।।
পাগল বিজয় কয়, সে-মানুষের ভাব
যার স্বভাবে হয়েছে লাভ;
পেয়েছে সে মনের জবাব জীবনের সান্ত্বনারে
তার চাওয়া পাওয়া ফুরায়েছে পথের সাথি বিনা রে।।