কৃষ্ণ প্রেম বিরহে সইরে প্রবোধ মানে না
আমার মন প্রবোধ মানে না
আমি জাতি দিলাম তার সঙ্গে যাবো
তোমরা কেউ নিষেধ করো না।।
কুল নাশা সেই কালার পিরিত
প্রেমরাজ্যে মাধুর্যের চরিত
লোকে তাই বুঝে বিপরীত করে গঞ্জনা;
সই রে যে-জানে তার জানে জানে
ব্যাথিত বই আর কেউ জানে না।।
কালার প্রেমের এমনি জ্বালা
বোঝা যায় বোঝান জ্বালা।
যেমন বোবার স্বপ্ন বুকে ঢালা মুখে জোয়ায় না;
সবিরে সেই ভাবের রাজ্যে
ভাষা অচর চলে না কোনো কল্পনা।।
জল নহে সুশীলত করে
আগুন নয় পোড়ায়ে মারে
বিষামৃত একা ধারে আছে যোজনা;
সই রে সুধাপানে ক্ষুধা নাশে
বিষপানে পরাণ বাঁচে না।।
ব্যথা জাগে কাছে এলে
জ্বলে মরি দূরে গেলে
মুখের হাসি চোখের জলে সাজায় দেয়ানা;
সখি কোন ভাবে তাহারে পেলে
অন্তরে মানে সান্তনা।।
পাওনা না পাওয়ার মাঝে বেদনার এক-সুর বাজে
লোভে ক্ষোভে লোক সমাজে থাকি আনমনা;
পাগল বিজয় বলে কৃষ্ণ প্রেমে
হাসি কান্নার যোগ সাধনা।।