কৃষ্ণ বলে শোন লো গোপীগণ
কৃষ্ণ বলে শোন লো গোপীগণ।
বসন চুরি করি কি কারণ
আমার শর্ত কর না পালন।।
এখন কেন কর ছলনা
রাধে তোমার বসন দেব না,
তোমার মধ্যে আছে শ্রীমতি
কি গতিতে হবে মিলন।।
প্রেমে মত্ত হয়েছি তাতে
তুমি যারে পার মিলাতে,
শোন লো বিন্দেদুতি
যার বসন তাকে দিব খুশি হয়ে মন।।
গোপীরা যখন উরঙ্গিনী হয়
তাই কি আর প্রাণে সয়,
ময়ুর যেমন মেঘ দেখে খুশি হয়
তেমনি খুশি কৃষ্ণ হয়, রচে লালন।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….