আমি এ পার হইতে ঐ পার করি
কেউ আসে মোর নৌকায় চরি
কেউ খাইলো ঢেউয়ের বারি।।
যার যখন পারের ডাক আসে
ভবের লিলা সাঙ্গ হইলে এই ঘাটে আসো
আমার ভাঙ্গা নৌকায় পারে আসে
ছাইড়া সুখের ঘর বাড়ি
সাধু বৈষ্ণব মনি ঋষি
হাসি দিয়া পার কইরা দেয় বাজাইয়া বাঁশি
গেলে শ্রী বৃন্দাবন গয়া কাশী
লইনা কোন পারের কড়ি
কেউ আসে মোর নৌকায় চরি
কেউ খাইলো ঢেউয়ের বারি।।
আমি দয়াল মাঝি পারের কর্ণধার
দয়াল বলে ডাকলে কেহ তারে করি পার
যত বড় হোক দূরাচার
ডাক দিলে হরি হরি
কেউ আসে মোর নৌকায় চরি
কেউ খাইলো ঢেউয়ের বারি।।
শত হইলে ঘাটে ঝড় তুফান
ঘাট ছাড়িয়া যাইনা আমি বন্ধু কালাচাঁন
পাইলে কামুক লোভীর শূন্য চালান
তাতে পোড়াই হাত কড়ি
কেউ আসে মোর নৌকায় চরি
কেউ খাইলো ঢেউয়ের বারি।।
মাতাল রাজ্জাক কাঁন্দে পার ঘাটায় আইয়া
দিনো বন্ধু দয়াল মাঝি তোর নাম শুনিয়া
তুমি নিও আমায় পার করিয়া
ফুরাইলে রঙ্গের চাকরি
কেউ আসে মোর নৌকায় চরি
কেউ খাইলো ঢেউয়ের বারি।।