(তাল – আড়া)
আপন বলিতে আমার, কেউ হলনা ভবে।
যারে এত ভালবাসি, সেও ডুবায় গৌরবে।।
যার সুখের আশে, আশাময় আকাশে, চাঁদ ধরব বলে উঠিলাম হরিষে।
সেও করিয়া ছল, দিল রসাতল, পরিণামে কি হবে।।
যাহার জন্যতে ক্ষুধা তৃষ্ণা শীতে; অর্থ সঞ্চয় করি সে দুঃখ নাশিতে,
সেও হয়ে বৈমুখ, দিল অশেষ দুঃখ, এখন মরি ভেবে।।
সাধু সঙ্গে নাহি হল সৎ অন্তর, অসৎ সঙ্গে হল সদায় বিহার,
যে আনিল মোরে, এ ভব সংসারে; তারে গণিনা গৌরবে।।
দীনবন্ধু হরি সকরুণ স্বরে’ সুধা করে লয়ে ডাকিল আমারে;
নাহি চহিলাম ফিরে, করমেরই ফেরে অকুলে মরিলাম ডুবে।।
দয়াল মহানন্দ, প্রেম সুধা লয়ে, ঐ যে চলে গেল যাচিয়ে যাচিয়ে,
তাহে না ভজিলাম, গরলে মজিলাম, অশ্বিনী মরিল লোভে।।