(রাগিণী ললিত-তাল আড়া)
কেনরে ব্যাকুল মন ঘুরে ফির নিরবধি।
দেখরে হৃদয়ধামে রয়েছে পরমনিধি।।
কারণবারি আঘাতে ছুটিল আলো জগতে,
সে কিরণধারা হতে ফুটিল জীবজলধি।।
বিন্দু বল পেয়ে নর হইতে চহে অমর,
ভ্রম কিম্বা আছে তার, আদি অন্ত এক বিধি।।
জ্ঞান অনুকূল কার্য্য, হৃদয় ধামে আছে রাজ্য,
কর্ম্মেতে লভিল বাহ্য, হইল মন সমাধি।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত